কাঁচালঙ্কা

যৌনতায় যখন পরিচয়/৫

 

যৌনতায় যখন পরিচয়/৫

— অবকাশে সঞ্জয়

আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না তুমি ট্রান্সজেন্ডার নিয়ে রোজ লিখবে কেন? হ্যাঁ, তুমি ওদের পছন্দ করো, ম্যাগাজিনের সম্পাদক হিসাবে ওই ইস্যু নিয়ে একটা বড় কাজ করেছো। ভালো হয়েছে। এবার নিজের বিষয় নিয়ে কাজ করো।

খুব ভালো বলেছো, আচ্ছা, আমার মানে আমাদের কোন্‌ বিষয় নিয়ে এবার কাজ করা যায় বলো তো?

অনেক বিষয় আছে।

দু একটা বলো না।

যেমন খুব চর্চিত বিষয়, ধর্ষন নিয়ে একটা বড় স্পেশাল ইস্যু করতে পারো।

গ্রেট! কিন্তু এটা তো করা যাবে না।

কেন? প্রোবলেম টা কোথায়?

না, প্রোবলেম কিছু নেই। তুমিই তো এখুনি বললে আমার নিজের বিষয় নিয়ে কাজ করা উচিৎ।

হ্যাঁ, তোমার নিজের বিষয় মানে সামাজিক বিষয়। আর ধর্ষণের মতো জ্বলন্ত সামাজিক বিষয় নিয়ে একজন দায়িত্ববান সম্পাদক কলম ধরবে না তো কে ধরবে।

সব ঠিক আছে। কিন্তু ধর্ষণ তো আমাদের মানে পুরুষদের বিষয় নয়, ওটা নারীদের সমস্যা। ওটা নিয়ে নারী সম্পাদিকা মানে তোমরা কাজ করো।

মানে!

আমি ট্রান্সজেন্ডার না হয়ে ট্রান্সজেন্ডারদের কথা লিখলে যদি প্রশ্ন করো, তুমি কেন ওদের বিষয় নিয়ে লিখবে, তাহলে পুরুষ হয়ে নারীর ধর্ষনের কথা লিখব কোন অধিকারে?

স্যরি, আমি বুঝতে পেরেছি আমার ভুল। সমস্যার কখনো লিঙ্গভেদ থাকে না। থাকতে নেই।

[ছবিঃ অরূপ দাস]

Exit mobile version