কাঁচালঙ্কা

যৌনতায় যখন পরিচয়/৮

যৌনতায় যখন পরিচয়/৮

— অবকাশে সঞ্জয়

-নার্স শব্দের পুংলিঙ্গ কি জানো?

-মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলো কেন বুঝি না।

-কেন? এটার মধ্যে অদ্ভুত কি পেলে?

-অদ্ভুত নয়? নার্সের পুংলিঙ্গ কি? কোন্‌ বইয়ে এর উত্তর পাব শুনি।

-ঠিকই বলেছো। কোন বইয়ে এর উত্তর নেই। নেট-এ সার্চ করলে নার্সের পুংলিঙ্গ জাস্ট মেল নার্স পাবে। আর বাংলায় এর জন্য প্রচলিত কোন শব্দ নেই।

-সবই বুঝলাম। কিন্তু এটা বুঝলাম না হঠাৎ এই শব্দের পুংলিঙ্গ খোঁজার দরকার পড়ল কেন।

– দরকার পড়ল। কারণ আর কতদিন লিঙ্গ পরিচয়ের উপর ভিত্তি করে জীবিকা সংরক্ষিত হবে।

– মানে?

– মানে নার্স হতে হলেই স্ত্রীলিঙ্গভুক্ত মানুষ হতে হবে কেন? কেন পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স থাকবে না?

– ছেলেরা পারবে নার্সিং এর মতো ধৈর্য্যের কাজ?

– ছেলেরা এত কিছু পারে আর এটা পারবে না? হাস্যকর যুক্তি।

-তাহলে তুমি কি চাইছো?

-আমি চাইছি কোনক্ষেত্রেই লিঙ্গ পরিচয় যেন কর্ম নির্বাচনে বাধা না হয়।

-কিন্তু…

– কোন কিন্তু নয়। লিঙ্গ বা যৌন পরিচয় কেবল যৌনতার জন্য প্রয়োজন হোক। বাকী সবকিছুতে দক্ষতা ও ভালোবাসাই হোক বিবেচ্য।

[ছবিঃ অরূপ দাস]

Exit mobile version