কাঁচালঙ্কা

যৌনতায় যখন পরিচয়/ ৯

যৌনতায় যখন পরিচয়/ ৯

অবকাশে সঞ্জয়

 

Bio-data

Name- Ankit Dutta

S/O- Sailen Dutta

D.O.B.- 02/05/1991

Address- Paik para, Budge Budge, kol-141

Sex- Male

Gender- Feminine

Education- M.A. in Bengali

এরকম একটা বায়োডাটা দেখে চমকে উঠেছিল কোম্পানীর ম্যানেজার। সঙ্গে সেঁটে দেওয়া পাসপোর্ট ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলেছিল। কল দ্য ক্যান্ডিডেট। আই ওয়ান্ট টু মিট।

ম্যানেজারের নির্দেশ মতো যথাসময়ে অঙ্কিতের ডাক পড়েছিল ওই কোম্পানীতে। ইন্টারভিউয়ের শুরুতেই ম্যানেজার সরাসরি প্রশ্ন করেছিলেন, তোমাকে তো দেখে আদৌ মনে হচ্ছে না তুমি নারী। যদিও সেক্স মেল-ই লিখেছো। তাহলে জেন্ডার ফেমিনাইন লিখেছো কেন?

অঙ্কিত নরম গলায় উত্তর দিয়েছিল, যা সত্যি তাই লিখেছি স্যার।

কিন্তু কি করে বুঝবো এটা সত্যি? দেখে তো কিছুই…

স্যার, জেন্ডার বাইরে থেকে দেখে বোঝার বিষয় কি?

তাই নাকি! বাইরে দেখে দেখে বোঝা যায় না। তা যেটা ভিতরকার ব্যাপার সেটা বাইরের কাগজে অমন লিখে সবাইকে জানানোর দরকারটা কি?

ঠিক বলেছেন স্যার। এটা আমাদের গোপনীয় অধিকার। তবু আমার দেশকে তা জানাতে হয় বাধ্য হয়ে।

কি বলতে চাইছো বলো তো?

স্যার, আপনি নিজেই বলছেন, কাজ পাওয়ার জন্য জেন্ডার মানে আমার যৌন পরিচয়ের কোন প্রয়োজন নেই। তাহলে স্যার, সেই পরিচয় জানার পর, আমাকে কাজ থেকে বের করে দেওয়া হবে না তো!

না মানে…

দেখলেন তো স্যার স্পষ্ট করে বলতে পারলেন না। এজন্যই জানিয়ে দিয়েছি। বুঝেছেন। বাকীটা আপনাদের সিদ্ধান্ত।

[ছবিঃ অরূপ দাস]

Exit mobile version