যৌনতায় যখন পরিচয়/ ১১
অবকাশে সঞ্জয়
ও মশাই, আপনি কি লিঙ্গ?
আমি?
হ্যাঁ। হ্যাঁ। আপনি।
কেন বলুন তো ?
আবার জিজ্ঞেস করছেন কেন ?
হ্যাঁ, হঠাৎ আমার লিঙ্গ পরিচয় জানতে চাইছেন। কিন্তু কেন বুঝতে পারছি না। তাই…
কিছুদিন ধরেই দেখছি আপনি পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ- এর বাইরে যারা তাদের নিয়ে খুব লেখালিখি করছেন।
তো ?
তাই সন্দেহ হল, আপনি নিশ্চয় পুং নন। কি ঠিক ধরেছি তো ?
কি করে ধরলেন বলুন তো ?
আমি সব ধরতে পারি।
খুব ভালো। অনেকেই অনেককিছু ধরতে পারেন।
ওসব ধরাধরির কথা বাদ দিন। আপনি পুংলিঙ্গ নন সেটা তো জানলাম। কিন্তু…
কিন্তু কি…
কিন্তু কি লিঙ্গ তা তো বললেন না…
বলতেই হবে?
হ্যাঁ। কেন মশাই অসুবিধে আছে নাকি?
না, না অসুবিধে থাকবে কেন?
তাহলে বলুন। শুনি।
আমি আসলে…
আমি আসলে কি…?
আমি হলাম গিয়ে স্ফুলিঙ্গ।
[ছবিঃ অরূপ দাস]