কাঁচালঙ্কা

যৌনতায় যখন পরিচয়/১২

যৌনতায় যখন পরিচয়/১২

অবকাশে সঞ্জয়

–       সেক্স কোথায় থাকে?

–       সত্যি কোথায় থাকে বলো তো?

–       তুমিই বলো।

–       না, তুমি বলো। প্রশ্নটা তুমি তুলেছো। তোমাকেই বলতেই হবে।

–       আমি তো বলবই। কিন্তু প্রশ্নটা যখন আমি তোয়াকে করেছি, তখন তোমার আগে উত্তর দেওয়া উচিৎ।

–       ধ্যাৎ, আমি জানি না।

–       জানি না আবার কি? তোমার যা মনে হয় তাই বলো।

–       আমার কিছু মনে হয় না।

–       বেশ আমি ক্লু দিচ্ছি। আমাদের সবার পরিচয়পত্রে তো সেক্স লেখা থাকে।

–       হ্যাঁ, তা থাকে।

–       তো সেটা কি দেখে লেখে?

–       কি আবার! সেক্সুয়াল অরগ্যান দেখে।

–       তাহলে এবার বলো সেক্স কোথায় থাকে?

–       তোমার কথা অনুসারে সেক্স সেক্সুয়াল অরগ্যানে থাকে।

–       এটা আমার কথা নয়, যারা সেক্স কলামে আমাদের সেক্স কি লেখে তারা বলে।

–       বেশ তা নয় বুঝলাম। এবার তোমার মত শুনি।

–       হুম আমার মত তো জানাবোই। তার আগে আর একটা জিনিস জিজ্ঞেস করি।

–       করে ফেলো।

–       তোমার যদি খুব মন খারাপ থাকে, তখন সেক্সুয়াল অরগ্যান কাজ করে?

–       ধ্যুৎ, এমন আজে বাজে ব্যাখ্যা দাও তুমি ভাল্লাগে না।

–       হোক আজেবাজে। তুমি উত্তরটা দাও।

–       মন খারাপ থাকলে শরীরের কোন অরগ্যানই কাজ করে না।

–       হ্যাঁ, তোমার এইকথাটা কিছুটা ঠিক। মন খারাপ থাকলে খিদে-ঘুম যদিও বা পায়, সেক্স একেবারেই কাজ করে না।

–       বেশ মেনে নিলাম।

–       তাহলে এবার বলো সেক্স কোথায় থাকে?

–       কোথায় আবার! তোমার যুক্তি মেনে নিলে বলতে হয় সেক্স মনে থাকে।

–       মেনে নিলে নয়, এটাই সত্যি। সেক্স মন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

 [ছবিঃ অরূপ দাস]
Exit mobile version