যৌনতায় যখন পরিচয়/১৫
অবকাশে সঞ্জয়
–বেশ তুমিই বলো কি দেখে যৌন পরিচয় ঠিক করা উচিৎ?
–সত্যি কি দেখে করা উচিৎ বলো তো?
–কি আবার! যৌনাঙ্গ দেখে।
— ঠিক। কিন্তু শরীরের কোন্ যৌনাঙ্গ দেখে?
— কোন্ যৌনাঙ্গ মানে! শরীরে আবার কটা যৌনাঙ্গ থাকে?
— অনেক থাকে। আমার মতে তো প্রতিটা অঙ্গ যৌনাঙ্গ।
— কি যা তা বকছ!
— কেন, ভুল কি বললাম?
— শরীরের প্রতিটা অঙ্গ যৌনাঙ্গ হয় কখনও? যৌনাঙ্গ তো একটি।
— তুমি ভুল বলছ এবার। তুমি যাকে যৌনাঙ্গ বলছ সেটা প্রকৃত অর্থে জননাঙ্গ। তবে হ্যাঁ, জননাঙ্গও যৌনাঙ্গ।
— বুঝলাম। তা অন্য আর কোন অঙ্গকে তুমি যৌনাঙ্গ বলছ?
— কেন? শরীরের যেসব অঙ্গ যৌনক্রিয়ায় অংশ নেয়।
— মানে!
— মানে তো জলের মতো সোজা। যৌনাঙ্গ মানে কি? যৌনক্রিয়ায় অংশ নেয় এমন অঙ্গ। তা ঠোঁট,জিভ, স্তন, হাত এগুলি কি যৌনক্রিয়ায় অংশ নেয় না?
— তা নেয়। কিন্তু…
–কোন কিন্তু নেই। আসলে মানুষ জননক্রিয়া আর যৌনক্রিয়া কে গুলিয়ে ফেলে।
— হুম। তা ঠিক বলেছো। তা তোমার মতে কোন অঙ্গ দেখে যৌন পরিচয় ঠিক করা উচিৎ?
— কোন অঙ্গ দেখে নয়।
— তাহলে?
— যৌন পরিচয় যৌনক্রিয়া জেনে ঠিক করা উচিৎ। আর তা একমাত্র নিজস্ব ঘোষণা থেকে।
— অর্থাৎ…
— প্রতিটা মানুষ নিজস্ব যে যৌন পরিচয় দিতে ইচ্ছুক হবে তার যৌনপরিচয় সেটাই হবে।
[ছবিঃ অরূপ দাস]