কাঁচালঙ্কা

পথেই হবে পথ চেনা (কোলকাতা রামধনু গৌরব যাত্রা ২০১৮এর কিছু মুহুর্ত)

পথেই হবে পথ চেনা

(কোলকাতা রামধনু গৌরব যাত্রা ২০১৮এর কিছু মুহুর্ত)

ছবি তুলেছেনঃ সমঋথ

“অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে
তোমার আমার সবার স্বপন
মিলাই প্রাণের মোহনায়
কিসের মানা।।”

— সলীল চৌধুরী

Exit mobile version