কাঁচালঙ্কা

সমকামী উপন্যাসের মোড়ক উন্মোচনে সমকামের অধিকারে সরব আন্দোলনকর্মী থেকে মূলধারার সাহিত্যিকেরা

সমকামী উপন্যাসের মোড়ক উন্মোচনে সমকামের অধিকারে সরব আন্দোলনকর্মী থেকে মূলধারার সাহিত্যিকেরা

— নিজস্ব সংবাদদাতা

উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন। বাঁদিক থেকে, বইটির লেখক শ্রী হিমাদ্রিকিশোর মহাশয়, আন্দোলনকর্মী এবং লেখক অনিরুদ্ধ (অনির) সেন, আন্দোলনকর্মী এবং লেখক অভিষেক বব চক্রবর্ত্তী এবং লেখক সৈকত মুখোপাধ্যায়

মূলধারার  সাহিত্যে সমকাম অথবা রূপান্তরকাম নিয়ে লেখা খুবই কম, অন্তত বাংলা ভাষায়, এই অভিযোগ বহুদিনের। কিন্তু এর কি অবসান হতে চলেছে? শনিবার, ৯ই ফেব্রুয়ারি, কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিভিন্ন লেখক যেভাবে সমকামের সপক্ষে সওয়াল করলেন এবং এই বিশয়ে আরো সাহিত্যচর্চার ইঙ্গিত দিলেন, তাতে কিন্তু তাই সামনে উঠে এলো। একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয়া বুক হাউসের স্টলের সামনে চাঁদের হাট। উদ্দেশ্য শ্রী হিমাদ্রিকিশোর দাশগুপ্তের লেখা নবতম উপন্যাস “প্রেম সমকামী”। মোড়ক উন্মোচনের পর এঁকে এঁকে বক্তব্য রাখলেন আন্দোলনকর্মী এবং লেখক অনিরুদ্ধ (অনির) সেন, আন্দোলনকর্মী এবং লেখক অভিষেক বব চক্রবর্ত্তী, লেখক অনির্বাণ মুখোপাধ্যায়, লেখক জয়দীপ চক্রবর্তী, লেখক সৈকত মুখোপাধ্যায়, লেখক দেবজ্যোতি ভট্টাচার্য্য, লেখক সমুদ্র বসু, লেখক পৃথ্বীরাজ সেন, লেখক অনীশ দেব এবং সবশেষে হিমাদ্রিবাবু স্বয়ং। উঠে এলো সমকামী বই লেখার জন্যে লেখকের তাড়া খাওয়ার ঘটনার, কখনো বা কোন এক সম্পাদকের বিড়ম্বনা এ বিষয়ে নিজস্ব পত্রিকায় লেখা ছাপার জন্যে। ভারতে অতীত এবং বাংলাদেশে এখনও বর্তমান ৩৭৭ ধারার বিরুদ্ধেও কিছু কথা। সব মিলিয়ে মূলধারার সাহিত্যে আরো পরিণত সহজতায় স্বীকৃতি পাওয়ার রাস্তা পেলো সমকামী চরিত্রেরা। বন্ধুদের জন্যে কাঁচালঙ্কার তরফে রইলো সেই অনুষ্ঠানের কিছু মুহুর্ত।


বই “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচনে সমকামী অধিকারকর্মী এবং লেখকদ্বয় অনিরুদ্ধ (অনির) সেন এবং অভিষেক বব চক্রবর্ত্তী।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আন্দোলনকর্মী এবং লেখক অনিরুদ্ধ অনির সেন।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আন্দোলনকর্মী এবং লেখক অভিষেক বব চক্রবর্ত্তী।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক অনির্বাণ মুখোপাধ্যায়।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লেখক জয়দীপ চক্রবর্তী।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লেখক সৈকত মুখোপাধ্যায়।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লেখক দেবজ্যোতি ভট্টাচার্য্য।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লেখক সমুদ্র বসু।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লেখক পৃথ্বীরাজ সেন।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লেখক অনীশ দেব।


উপন্যাস “প্রেম সমকামী”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বইটির লেখক হিমাদ্রিকিশোর দাশগুপ্ত।

 

** প্রকাশিত ছবি এবং ভিডিওগুলি মোবাইলবদ্ধ করেছেন শ্রী নীলাভ ভাওয়াল।
** সূত্রঃ বইটির লেখক হিমাদ্রিকিশোর দাসগুপ্ত।

Exit mobile version