কাঁচালঙ্কা

কথা ছিলো

কথা ছিলো

– @র্ণব

কথা ছিলো হাতে হাত রেখে
ভর দুপুরে রাজপথে
হাঁটবো তোর সাথে খালি পায়ে
ওই সাতরং এর, বিশাল পতাকার তলায়।
কথা ছিলো যতোই ভয় করুক
মাথা উঁচু করে হাঁটবো,
ওই সাদা রঙের টিকটিকি গুলোকে পাত্তাই দেবনা।
কিছুতেই মুখ লোকাবো না,
নীল সাদা কোনো মুখোস এর তলায়।
হাটবই গোটা রাজপথ খালি পায়ে।
কথা ছিলো তোর প্রথম মাইনের টাকায়
পেট ভোরে ফুচকা খাবো
ময়দানের রাস্তার ধারে।
কথা ছিলো এক্কা গাড়ির সয়ারি হবো
অনেক দর দামের পরে।
কথাছিলো ভিতরে যাবো ভিক্টরয়ার
সুযোগ বুঝে সাহস করে, চুমু খাবই একটিবার।
কথাছিলো এটা ওটা, কথা তো ছিলো কত্তকিছু।
তাহলে একরাশ অভিমান নিয়ে
হেঁটে চলেছি যখন,
কোনো আজ ডাকলিনা একবার পিছু।
কথা তো ছিলো একসাথে বুড়ো হবো।

 

ছবিঃ ভুটান

 

       কালিজা-২০১৯-২য়-বর্ষ-সূচীপত্র

 

 

Exit mobile version