ভারতীয় সমাজের অন্তর্গত একটি মেয়ের কথা
-বিউ রায়
ভারতীয় সমাজ খুবই আলাদা পাশ্চাত্যের দেশগুলোর তুলনায়। ঠিক ভালো বলবো না খারাপ, জানিন, তবে খুবই কঠিন রকমের। বিশেষত নারীদের জন্য। এখানে নারীর ইচ্ছার খুব একটা গুরুত্ব দেওয়া হয়না। এখানে ধরেই নেওয়া হয় যে ” If you are a girl, then marriage is mandatory for you.”
এই গল্পটা হল একটি মেয়ের যে কিনা এই ভারতীয় সমাজের অন্তর্গত। শুধু তাই নয়, সে ছিল সমকামী। সে ছোট থেকেই সমলিঙ্গে আকর্ষিত হয়। কিন্তু এই সমাজ কখনোই তা মেনে নেবেনা, কারণ সমাজের কাছে এটা একটা অপরাধ।
তারপর সময় যেতে থাকে এবং একদিন আসে যেদিন তার বাবা-মা-ও জানতে পারে যে তাদের মেয়ে সমলিঙ্গে আকর্ষিত। তার মা, বাবা, সেদিন তাকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করে। মেয়েটি তাদের বোঝানোর চেষ্টাআ করলেও তারা বুঝতে চায় নি। কারণ তাদের কাছে “সমাজের লোক কি ভাববে” এটা বেশী গুরুত্বপূর্ণ ছিল। তারপর সেদিন রাতে মেয়েটি তার ঘরের দরজা বন্ধ করেছিল। পরেরদিন সকালে সেই দরজা খুললেও, তার চোখ আর খোলেনি কোনদিনও।
এই সমাজের নিকত সহস্র সহস্র প্রাণ বলিদান হয়। কিন্তু এই সমাজ এতটাই কঠিন যে ভেবেও দেখেনা সেই সব মানুষের কথা।
ছবিঃ ভুটান