কাঁচালঙ্কা

প্রেমের ওপারে

প্রেমের ওপারে

— ডিটু

 

শ্যামবাজার থেকে শেয়ার এ ক্যাব ধরে প্রায় হাল্কা ঘুমিয়েই পড়েছিল অনুভব |
হঠাৎ ক্যাব এর দরজা খোলার আওয়াজে ঘুম ভাঙল , চোখ খুলে দেখল অর্পন ক্যাব র উঠছে |
এমন সময় অনুভব বোকার মত প্রশ্ন টা করেই বসল ” তুই ??? ” …..
অর্পন বলল ” এটা শেয়ার এর ক্যাব রে , আর কিকরে জানব বল তুই থাকবি এটায় ” ….
ক্যাব এ গান বাজছে ” তুমি যাকে ভালোবাসো ” …
নীরবতা ভেঙে অনুভব বলে উঠল
” কেমন আছিস বল ???
ইনফোসিস এ আছিস তো ” ….
পাশ থেকে উত্তর এল
” ভালোই তো খবর রাখিস দেখছি ,
আর লাইফ টা চলে যাচ্ছে ,
তা তুই তো বিয়ে করছিস খবর পেলাম “
– ” হ্যা করছি তো, জানুয়ারী তে বিয়ে ,
তোকে নিমন্ত্রন করব তো ,  আসিস কিন্তু ” |
– ” সে যাই হোক , বিয়ের পাঞ্জাবী টা হলুদ পরিস , হলুদ টা তোকে মানায় ভালো আর সাদা ধুতি , বললে আমি পছন্দ করে দিতে পারি ” |
– ” একটা কথা বলি তোকে , বিয়ে করে ফেল এবার একটা , একা চলা যায় না এভাবে ” ,
-” না রে , একটা মেয়েকে ঠকানোর অধিকার আমায় কেউ দেয়নি , আর তুই প্রথম থেকেই ঠিক করেছিলি একটা সময় এর পর বিয়ে করবি
বাট আমি পারব না …..”
অনুভব বলল ” ভালোবাসিস এখনো আমায় ” ….
অর্পন বলল ,
” ভালো না বাসলে তোর বিয়েতে যাব বলে হ্যা করে দিতাম না , যাব আমি |
আর বলিস কোথায় হানিমুন যাবি ,
ফ্লাইট এর টিকিট টা আমি দেব ,
ওটাই গিফট হবে তোর বিয়ের ” ….
এমন সময় ক্যাব এ শোনা গেল
“Within two minutes ,
we are arriving at Jadavpur 8B bus stand “
নামার আগে অর্পন বলল ,
” ভালো থাকিস আর আমার কথা ভাবিস না , বিয়েতে যাব আর হানিমুন এর ব্যাপার টা করফার্ম করিস আমায় , ভালো থাকিস ” …..
এইট বি তে নেমে গেল অর্পন …..
ক্যাব এ তখন গান চলছে ,
“तुम अगर जाओ कभी जाओ कहीं
वक़्त से कहना ज़रा, वो ठहर जाये वहीं”…
ছবিঃ অরূপ দাস

— — — —

Exit mobile version