কাঁচালঙ্কা

ট্রান্সজেন্ডার আইন, নাগরিকত্ব আইন আর জাতীয় নাগরিকপঞ্জীর প্রতিবাদে এবার পথে নামলেন নারী, রূপান্তরকামী এবং অন্যান্য লিঙ্গচেতন-যৌন-পরিচয়ের মানুষেরা

ট্রান্সজেন্ডার আইন, নাগরিকত্ব আইন আর জাতীয় নাগরিকপঞ্জীর প্রতিবাদে এবার পথে নামলেন নারী, রূপান্তরকামী এবং অন্যান্য লিঙ্গচেতন-যৌন-পরিচয়ের মানুষেরা

কোলকাতা, ৪ই জানুয়ারী, ২০২০: মূলধারার আন্দোলনে সামনের সারীতে উঠে আসতে কুণ্ঠিত, অনেক সময় প্রতিবাদ মিছিলেও ব্রাত্য, রূপান্তরকামী আর ক্যুয়ের মানুষেরা, নারীবাদী সংগঠনগুলির সাথে পায়ে পা মিলিয়ে হাটলেন এক মহামিছিলে। বৃষ্টি-জল-কাদা উপেক্ষা করে, গতকাল, ৩ই জানুয়ারী, শহীদ মিনার থেকে শুরু হয়ে এই মিছিল গিয়েছিলো বিডন স্ট্রিটের সঙ্ঘ পরিবারের সদর দপ্তর কেশব ভবনের উদ্দেশে। অভিপ্রায়, ট্রান্সজেন্ডার আইন, এন-আর-সি, এন-পি-আর এবং সি-এ-এ -এর বিরুদ্ধে সংগবদ্ধ প্রতিবাদ। শ্লোগানে, গানে, কবিতায় আর বক্তৃতায় উঠে এলো, কিভাবে নারীরা, ক্যুয়েররা, হিজড়ারা আর রূপান্তরকামীরা, ক্ষতিগ্রস্ত হবে এন-আর-সি বা নাগরিকপঞ্জীর এই কুটিল ষড়যন্ত্রে। ধর্ম, লিঙ্গ, যৌনতা নির্বিশেষে বাঁধা হলো সাম্যের সুর। বন্ধুদের জন্য রইলো সেই মিছিলেরই কিছু অংশবিশেষ।

ছবিঃ এজহারুল, শুভজিত এবং শুভাশিস / বিশেষ কৃতজ্ঞতাঃ শুভজিত / লিখনঃ কাঁচালঙ্কা

মিছিলের আহ্বায়কেরাঃ দুর্বার, প্রত্যয় ট্রাস্ট, আম্বেদকার ইউনিভার্সিটি ক্যুয়ার কলেক্টিভ, সমভাবনা, ফেমিনিস্টস ইন রেসিস্টেন্স, AISA, AIPWA, RSF, ওয়াকিফ, WASH, অর্ধেক আকাশ, ইনকিলাবি স্টুডেন্টস ইউনিটি, WSS, PDSF, চিত্রাঙ্গাদা, AIPF, DTDH, নাগরিক উদ্যোগ, সহমন, Anjali, অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ, শ্রমজীবী মহিলা সমিতি, অনুষ্কা পাল (FAS), Refraction

Exit mobile version