আজ থেকে
— সুচন্দ্রা (স্বপ্নলগ্না)
তোর সঙ্গেই আজ বসব
হাত ধরে, যত্র তত্র
আঁচলের রঙ যাই হোক
লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনী
কিম্বা বেরং
বসব কিন্তু আমরা বটেই
লোকে দেখুক
কয়েকটা গল্প বানাক
সেই গল্পে যতি চিহ্ন দেবো
তুই আর আমি মিলে
খারাপ ভালো
ফরসা কালো
উঁচু নিচু কিম্বা পিছল
চুলোয় যাক গে
আজ থেকে আমরা
হাত ধরে বসব
এক বিছানায় শোব
ওই দ্যাখ – রামধনু।।
ছবিসূত্রঃ wikimedia.org (ফ্রি টু ইউজ অ্যান্ড শেয়ার)
~~ o ~~ o ~~ o ~~ o ~~
<< কালিজা ২০২০ (৩য় বর্ষ) – সূচীপত্র