প্রেম
— সায়ক সেনগুপ্ত
শরীর দেখে প্রেম হয় যদি বল,
তাহলে সেটা আর যাই হোক প্রেম নয়।
প্রেমে থাকতে পারে না কোনো বর্ণ,
কোনো ধর্ম দেশ বা লিঙ্গের বেড়াজাল,
যদি থাকে তবে সেটা প্রেম নয়।
প্রেমে কোনো শর্ত থাকে না,
থাকে না কোনো বারণ
থাকে শুধু একটা রঙিন স্বপ্ন।
এমন প্রেম তো আমরাও করেছিলাম
একে অপরের হাতখানি ধরেছিলাম,
শুধু খেয়াল ছিল না এ সমাজে
সমপ্রেমী হওয়া নিঠুরতম অপরাধ।
তার চেয়ে যদি করতাম কোনো খুন
কিংবা ধর্ষণ করতাম কোনো নারী শরীর,
সময়ের ভীড়ে হয়তো হতাম নিরপরাধ।
প্রেম যেখানে অর্থ খোঁজে,
খোঁজে সুখ আর ভোগ-বিলাস,
প্রেম সেখানে আর প্রেম থাকে না,
হারায় সকল অভিলাষ।
ছবিসূত্রঃ pikrepo.com (ফ্রি টু ইউজ অ্যান্ড শেয়ার)
~~ o ~~ o ~~ o ~~ o ~~
<< কালিজা ২০২০ (৩য় বর্ষ) – সূচীপত্র