এক নীল আকাশ
একা এক তারা…
অনিশ্চিত ভবিষ্যৎ,
ফেলে আসা অতীতের হাতছানি
কচু পাতার ভোরের শিশির বিন্দু।
শৈশবের কত কলরব স্বপ্নরাশি,
যৌবনের উদ্দীপনার না করা কিছু কান্ড।
ইতিহাসের পাতায় নিজেকে দেখার ইচ্ছা
ছেলেবেলার চাঁদমামার দেশ
এক একলা তারা,
নীল আকাশের কোলে…
স্রোতের ভিড়ে হারানো
সোশ্যাল মিডিয়ায় স্টাটার্স।
হাজার জনের ভিড়ে
আমার একলা মন।
এক নীল আকাশ খুঁজে ফিরি
একা এক আমার আমি কে।
ছবিঃ ভুটান
<< কালিজা ২০২১ (৪র্থ বর্ষ) – সূচিপত্র