মেঘকালো এলোকেশ তোমার নেই,
পেলব , কোমল ত্বকের ছোঁয়া তোমার কাছে নেই,
তোমার কাছে নেই দেহবল্লরীর কবির কল্পনা।,
তোমার কাছে নেই নগ্নিকার গোপন জল্পনা।
কোনো সৌন্দর্য উপমা লেখেনি তোমার কেউ,
তোমাকে সুন্দর মনে হয়নি কারো
তোমার শরীরের কাঠিন্যে লাবণ্য দেখেনি কেউ।
তবু তো কাঠিন্যকে ভালোবাসে কাঠিন্য;
কদমছাঁটা কেশে কেশে
পথচলা যায় ভালোবেসে-
এ প্রমান এখন সমাজে অহরহ।
তবু গোপনে উপমাহীন এ প্রেম
তৈরী করে চলেছে অনন্যতা এক,
আসবে সে সময় অচিরেই যখন
ভোরের আলোয় উজ্জ্বল হবে এ প্রেম।
ছবিঃ ভুটান
<< কালিজা ২০২২ (৫ম বর্ষ) – সূচীপত্র