কালিজা ২০২২ (৫ম বর্ষ) – সূচীপত্র

বন্ধুরা, শুরু করছি প্রত্যেকবারের মতো এবারেও, ভাষাদিবস উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন, কালিজা। এবছর আমাদের এই ক্যুয়ের সাহিত্য উৎসব ৫ম বর্ষে পদার্পণ করলো।

একজন সাহিত্যিকের পরিচয় তার রচিত সাহিত্যে। ‘সেম-সেক্স লাভ ইন ইন্ডিয়া’ বইটা যখন প্রথম হাতে পাই, নিঃশেষে শেষ করেছিলাম। ২০০০ সালে প্রকাশিত এই বই, নিঃসন্দেহে সাহসী এক পদক্ষেপ এবং কঠোর অধ্যবসায় আর গবেষণার ফসল। যুগ্ম লেখক লেখিকা শ্রী সালীম কিদওয়াই আর শ্রীমতী রুথ ভানিতার কাছে দক্ষিণ এশিয়ার এলজিবিটি+ গোষ্ঠী চিরঋণী হয়ে থাকবে এই অমোঘ ইতিহাসভিত্তিক নিবন্ধ সংকলনটির জন্য। এমনই ক্ষুরধার, যে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে ৩৭৭ ধারা নিয়ে মামলা চলাকালীন এই বইটিকে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছিলো। বইটিতে সালীম, তার লেখা প্রবন্ধগুলিতে এবং অনুবাদে মূলত আরবি, ফার্সি এবং উর্দু সাহিত্যে এবং সুফি জীবনধারায় সমকাম এবং সমপ্রেমের যাপনকে তুলে ধরেছিলেন।

সালীম কিদওয়াই তার কৈশোরের শেষের দিকে নিজের সমকামী স্বত্বার কথা উপলব্ধি করেন। প্রথম যে ক’জন শিক্ষাবিদ নিজের ভিন্নধর্মী যৌনতা নিয়ে সোচ্চার ছিলেন তাদের মধ্যে সালীম একজন। দিল্লি ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতকোত্তর, এবং তার পর উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি। ১৯৭৬ সালে কানাডার পুলিশ মানবেতরভাবে সমকামী ডেড়ায় অভিযান চালিয়ে বেশ কিছু সমকামীদের আটক করে। ধরা পড়েন সালীম। এর প্রতিক্রিয়াস্বরূপ কানাডা ত্যাগ করে দিল্লি ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দেন। আগের বছরের অগাস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে লাখনৌ শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালীম কিদওয়াই। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এবারের কালিজা উৎসর্গ করছি।

সবার সুস্থতা আর সুস্বাস্থ্য কামনায়,

— কাঁচালঙ্কা

কালিজা ২০২২ (৫ম বর্ষ) – সূচিপত্র

~ পাণ্ডুলিপি ~

শেক্সপিয়ারের সেই রোদ ঝলমলে ছেলেটি – অনিরুদ্ধ (অনির) সেন

~ মুক্ত গদ্য ~

আমার শৈশব ও পাটিগণিত – শানু সাহা

~ প্রবন্ধ ~

নব্বই-এর দশকের কলকাতা ও রামধনু রঙের রূপকথারা – অভিষেক বব চক্রবর্ত্তী

~ অণুগল্প ~

রাস্তা – ভূমিকা শিকদার

~ কবিতা ~

অন্য উপমা – সায়ক সেনগুপ্ত
একলা সবাই – সাইদুল হক (সমীর)
দুয়েক জন অন্যরকম হবে – রাজীব চক্রবর্তী
বাহ্যিক – প্রিয়াঙ্কা চৌধুরী (ইচ্ছে)

~ সিনেমা সমালোচনা ~

একটি ল্যাভেণ্ডার ম্যারেজ এবং ভারতীয় সমাজ , বধাই দো (২০২২) – অভিষেক বব চক্রবর্ত্তী
ভিক্টিম (১৯৬১) – অনিরুদ্ধ (অনির) সেন

~ গল্প ~

কমলিনী – মিশু মিলন
ত্যাগী – ঋত্বিক
দু কূল ভেসে যায় – সুদীপ্ত গাঙ্গুলী
সাক্ত লওন্ডা – ভূমিকা শিকদার
হিলের বারি – প্রিয়াঙ্কা চৌধুরী (ইচ্ছে)

যেসকল বন্ধুরা এবারের উদ্যোগে অংশগ্রহণ করে আমাদের পাশে থাকলো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

* ১ম ছবিঃ সালীম কিদওয়াই-এর মূল ছবির কপিরাইট https://commons.wikimedia.org/wiki/File:Saleem_Kidwai.jpg … কপিরাইটের ধরণ অপরিবর্তিত রইলো।

** ২য় এবং তৃতীয় ছবিঃ শ্রী শ্রীধর রঙ্গায়ণের সুবাদে প্রাপ্ত। কপিরাইট – “প্রোজেক্ট বোলো (Project Bolo)”

<< কালিজা ২০২১ (৪র্থ বর্ষ) – সূচীপত্র

কালিজা ২০২৪ (৬ষ্ঠ বর্ষ) – সূচীপত্র >>


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *