কাঁচালঙ্কা

দুয়েক জন অন্যরকম হবে

অবোধ শিশু নির্মল নিষ্পাপ
কয়েক বছরে পালটে যাবে সব
ভোরের আকাশে লুকিয়ে রয়েছে তাপ।

চোখে বসবে স্বপ্ন-মাখানো লেন্স
মানুষের দেহে দেখবে স্বপ্নের হাতছানি।
একটা আলো ছড়িয়ে পড়বে পুরো ক্লাসরুম জুড়ে
অজ্ঞ কুঁড়ির বাঁধন ছিঁড়ে ছড়িয়ে পড়বে সৌরভ
জ্ঞান বৃক্ষের ফল খেয়ে বসন্ত উপভোগ
ইতস্ততঃ পায়ে নিত্য নতুন নতুন আবিষ্কার।

তবে এককোণে অদৃশ্য অন্ধকার।
অন্ধকারে এই ক্লাসরুমে দুয়েক জন
কিন্তু সারা পৃথিবীতে কয়েক কোটি কিশোর এবং কিশোরী।

দেশে দেশে অদৃশ্য সংখ্যালঘু —
অনেকে করবে বাকীদের মত সাজার চেষ্টা
বাকীদের মত হওয়ার চেষ্টা
যেন নিজেদের সাথে ওদের কোনো তফাত নেই।
নিজেদের বাঁচাতে অন্যের প্রতি রহস্যময় বঞ্চনা।

অনেকে মুখোশ পরতে অস্বীকার করবে
ঘৃণা বিদ্বেষকে অঙ্গের ভূষণ করবে
নিজেদের ক্রুশবিদ্ধ করবে সবার সম অধিকারের জন্য।

আর অনেকের হবে বিভিন্ন ধরণের ধূসর প্রতিক্রিয়া।

ছবিঃ অর্ক ঘোষ

<< কালিজা ২০২২ (৫ম বর্ষ) – সূচীপত্র


Exit mobile version