কাঁচালঙ্কা

একলা সবাই

আজ অনেকদিন পর
আকাশ ভরা তারা দেখলাম,
অমাবস্যার আগের রাত।
ছোটবেলায় পড়া কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল
ঠিক মনে পড়ে না।
ধ্রুবতারাও ছিল ধ্রুব তারার মত হয়ে।
মনে পড়ছিল হারিয়ে যাওয়া অনেক মুখ,
এক একটা তারার মাঝে তাদের নাম
খোদাই করে দেখছিলাম আর ভাবছিলাম।
সেকি আমায় চিনতে পারছে,
সেকি আমায় দেখতে পারছে ,
এক একজনের সাথে কত স্মৃতি।
সুখ-দুঃখ বিশ্বাস অবিশ্বাস রাগ অভিমান।
কিছু কথা টাটকা ,কিছু গেছে বাসি হয়ে,
কিছু কথা জোর করে মনে করতে চাই না ,
আর কিছু কথা জোর করে মনে করতে হয়।
কিছু স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে যায় ,
কিছু স্মৃতি কাঁটা লাগার মত
বুকে বিঁধে থেকে যায়।
আকাশ ভরা তারার মাঝে
সব তারাই একলা।
তেমনি আমরা পৃথিবীর
ভিড়ের মাঝে সবাই একলা।।

ছবিঃ অর্ক ঘোষ

<< কালিজা ২০২২ (৫ম বর্ষ) – সূচীপত্র


Exit mobile version