কাঁচালঙ্কা

প্রকাশিত হলো ক্যুয়ের ক্যালেন্ডার ২০১৮ (এস এস ছেত্রী প্রোডাকশনের উদ্যোগে এলজিবিটি+ মানুষদের তুলে ধরার আরেকটি প্রয়াস)

বছর আসে, বছর যায়, জীবন চলে তার নিজস্ব রঙে, এই স্লোগান দিয়েই ২০১৮ এর ক্যুয়ের ক্যালেন্ডার প্রকাশ করলো এস এস ছেত্রী প্রোডাকশন। এলজিবিটি+ গোষ্ঠীর বিভিন্ন লিঙ্গ-যৌণ-পরিচয়ের সংজ্ঞা আর সাথে কিছু শৈল্পিক ছবি, রামধনুর রঙে মাখিয়ে গেলো ১২ মাসের ১২ পৃষ্ঠা। কাঁচালঙ্কার পাতায় বন্ধুদের জন্যে থাকলো সেই ক্যালেন্ডারের পাতারা।

পরিচালনাঃ সন্দীপন সন্দীপ্তা ছেত্রী / ছবিঃ শুভজিত নস্কর / প্রসেসিংঃ আনন্দমোহন পাল

ছবিতেঃ

অগ্নীশ্বর ব্যানার্জী, জো দত্ত, সোমনাথ ময়রা, শশী হাজারী, প্রীতম মণ্ডল, রমা মণ্ডল, সুমন সাহা (রিও), পল্লবী ঘোষ, পূজা সর্দার, তুষার নাইয়া, সন্দীপন সন্দীপ্তা ছেত্রী।

অনেক ধন্যবাদ বন্ধু সন্দীপন সন্দীপ্তাকে কাঁচালঙ্কার সাথে এই ছবিগুলি ভাগ করে নেওয়ার জন্যে। সবার নতুন বছর সুখে কাটুক।

বিঃদ্রঃ- ক্যালেন্ডারের পাতায় অনেক ক্ষেত্রেই কুশীলবেরা চরিত্রের ভূমিকায় অবতীর্ণ। বিষয়বস্তুর সাথে তাদের ব্যক্তিগত জীবনের বা লিঙ্গ-যৌণ-পরিচয়ের মিল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।

Exit mobile version