যৌনতায় যখন পরিচয়/২

যৌনতায় যখন পরিচয়/২

অবকাশে সঞ্জয়

হোয়াট ইজ ইয়োর সেক্স?

স্যার ইটস এ রং কোশ্চেন।

হোয়াট!

ইয়েস স্যার।

দেন ইউ সে হোয়াট ইজ দ্য রাইট কোশ্চেন?

হাও ইজ ইয়োর সেক্স?

ইডিয়ট! ডোন্ট জোক। ইট’স এ সিরিয়াস ক্লাস।

বাট স্যার, সমাজে সেক্স শব্দটা উচ্চারিত হলে লোকে এটাই বোঝে। আর আপনি তো বলেন শব্দের ব্যবহারিক দিকটাই আসল।

আরে স্টুপিড, যৌনতা মানুষের ব্যক্তি পরিসরের অধিকার। প্রকাশ্যে তা নিয়ে আলোচনা করতে নেই।

দেন, হোয়াই আওয়ার সোসাইটি ওয়ান্ট টু নো, হোয়াট ইজ মাই সেক্স?

বিকজ, ইট গিভস ইউ সাম রাইটস্‌।

নো স্যার, এ ফিজিক্যাল অরগ্যান কান্ট গিভ আস নো রাইট।

হোয়াট ইউ সে! লিঙ্গভিত্তিক এত অধিকার দেওয়ার পরেও একথা কি করে বলছ?

স্যার, নারী-পুরুষের অধিকার জাস্ট শরীরের একটা গোপন অঙ্গকে ভিত্তি করে বন্টিত হয়েছে? নাকি সমগ্র শরীর জুড়ে যে সত্ত্বা তার ভিত্তিতে?

হ্যাঁ, সমগ্র শরীর নিয়েই তো একজন মানুষের শারীরিক পরিচিতি।

থ্যাংক ইউ স্যার। তাই আমার প্রশ্ন, একজন মানুষের মধ্যে কে পুরুষ আর কে নারী তা একটা অঙ্গ দেখে কেন জাজ করা হবে?

দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট?

স্যার, আই থিংক, সমগ্র শরীর এবং মন দেখে তা ঠিক হোক।

[ছবিঃ অরূপ দাস]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *