যৌনতায় যখন পরিচয়/৬
অবকাশে সঞ্জয়
আচ্ছা প্রথমেই জানতে চাইব, ঠিক কোন সময় থেকে আপনার মনে হল, আপনি শরীরে পুরুষ হয়েও মনে নারী।
গুড কোশ্চেন। ইন্টারভিউয়ার হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংকস। তাহলে বলুন শরীর আর মনের দ্বন্দ্ব কখন দেখা দিয়েছিল? বয়ঃসন্ধিকালে নাকি কৈশোরেই?
মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন?
কি মনে করি মানে!
আপনি নিজেকে পুরুষ মনে করেন নাকি নারী?
এতে মনে করার কি আছে, আমি তো পুরুষই। জন্ম থেকেই পুরুষ।
তাই নাকি! জন্মকালেই আপনি আপনার পৌরুষ সত্ত্বা বুঝতে পেরেছিলেন। গ্রেট। আপনি তো ক্ষণজন্মা।
কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না।
খুব সহজ প্রশ্ন। আপনার কোন সময় থেকে নিজেকে পুরুষ মনে হল?
ওভাবে বলা যায় নাকি! শৈশব পেরিয়ে বাল্যকালে পৌঁছে… মানে একটু একটু করে বড় হতে হতে…
মেয়েদের দেখলে অন্যরকম ভালোলাগা কিংবা কেমন এক অস্বস্তি বোধ করা, আর ছেলেদের মধ্যে থাকলে হৈ হুল্লোড় সবকিছু সহজেই বলতে পারা…
হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক।
আর আমাদের ক্ষেত্রে সবকিছুই অস্বাভাবিক। তাই না? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল মনে রাখার মতো করে আমাদের শরীরে আর মনে কবে যুদ্ধ লেগেছিল মনে রেখে বলতে হবে। আমরাও যে আপনাদের মতো একটু একটু করে বড় হই, একটু একটু করে নিজের ভালোলাগা, খারাপ লাগা বুঝতে পারি… সেসব বললে ঠিক বিশ্বাস হবে না। আমাদের বলতে হবে দুম করে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মনে হল, আমি মেয়ে ছেলে নই… তারপর দুম করেই একদিন শাড়ী পরে রাস্তায় বেরিয়ে পড়লাম।
না আসলে…
আসলে আপনি স্টোরি চাইছেন। ব্রেকিং স্টোরি। যদি বলি আপনি যেমনভাবে একদিন নিজেকে পুরুষ বলে চিনেছেন, জেনেছেন আমিও তেমনভাবে নিজের সত্ত্বাকে জেনেছি চিনেছি, তাহলে ব্যাপারটা ঠিক জমবে না। তাই আর কি!
দেখুন, মানুষ যেভাবে জানতে চাই… সেভাবেই জানানোর জন্য…
জীবন কোন কুইজ বুক নয়। প্রশ্নোত্তরে জীবনের সত্ত্বাকে জানবেন। জীবনকে অনুভব করতে হয়। স্পর্শ দ্বারা, অন্তর দ্বারা…।
থ্যাংকস। ঠিকই বলেছেন। প্রশ্নোত্তরে জীবনকে জানা যায় না। জানি না, অন্যরা কি বুঝলেন। তবে আমি বুঝেছি একমাত্র অনুভব থাকলেই উপলব্ধি করা সম্ভব। জীবন সত্ত্বা তথা যৌন সত্ত্বা।
[ছবিঃ অরুপ দাস]