যৌনতায় যখন পরিচয়/১৭

যৌনতায় যখন পরিচয়/১৭

অবকাশে সঞ্জয়

আচ্ছা জীবনের জয় পরাজয়ে পরিচয়ের গুরুত্ব কতখানি?

বিশাল গুরুত্ব।

তাই নাকি?

হ্যাঁ। সেজন্যই তো কেউ পরিচয় গোপন করে। কেউ আবার গোপন পরিচয় ফাঁস করে দেয়।

যেমন?

যেমন কর্ণ অস্ত্রশিক্ষায় জয়লাভ করতে গুরুদেব পরশুরামের কাছে নিজ পরিচয় গোপন করেছিলেন। আবার কুরুক্ষেত্রের যুদ্ধে পান্ডবদের জয় নিশ্চিত করতে কুন্তি নিজে গিয়ে কর্ণের জন্মপরিচয়ের গোপনীয়তা ফাঁস করে দিয়েছিলেন।

হুম বুঝলাম। তাহলে তোমার মত কি? নিজ পরিচয় গোপন করা ভালো, নাকি সঠিক পরিচয় দিয়ে দেওয়া উচিৎ?

ভালো প্রশ্ন করেছো। কিন্তু গোপন করলেও বিপদ। আবার পরিচয় দিলেও সর্বনাশ।

তাহলে তো মহাসমস্যা।

সমস্যা বলে সমস্যা। তুমি নিশ্চয় জানো সম্প্রতি এক স্কুলশিক্ষক নিজ যৌন পরিচয় প্রকাশ করায় তার চাকরী গিয়েছে।

হুম জানি। এবং তার বিরুদ্ধে এও অভিযোগ তিনি তার যৌন পরিচয় গোপন করে এই চাকরীতে ঢুকেছিলেন।

ঠিক সেদিনের কর্ণের মতো তাই না?

হ্যাঁ। তাহলে এখন উপায়। জীবনযুদ্ধে কর্ণের মতো ইনিও কি পরাজিত হবেন?

কর্ণ কি শেষ পর্যন্ত পরাজিত নাকি বিজয়ীবীর হয়ে বেঁচে আছেন?

বিজয়ী হয়ে।

তবে?

তাহলে তুমি বলতে চাইছো প্রয়োজনে নিজ পরিচয় গোপন করায় কোন দোষ নেই?

একদম। তবে তা ঠিক সময়ে প্রকাশও কোরো। তাহলেই বিজয় তিলক পরিয়ে দেবে তোমার ললাটে মহাকাল।

[ছবিঃ অরূপ দাস]

[সম্পাদকীয় পুনশ্চঃ সাম্প্রতিক বাস্তব ঘটনার উল্লেখ থাকলেও, এই লেখা ১০০% তথ্যগতভাবে সঠিক নাও হতে পারে। সাহিত্যের স্বার্থে কিছু কল্পনার মিশ্রণের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায়না। লেখক, সম্পাদক, এবং কাঁচালঙ্কার দল, বরাবরই লিঙ্গ-যৌন-প্রান্তিক মানুষদের উপরে হয়ে চলা অন্যায়ের তীব্র প্রতিবাদ করে চলেছে, এবং আমাদের তরফে এই লড়াই চলতেই থাকবে যতদিন না তাদের মানবাধিকার এবং সমানাধিকার সুপ্রতিষ্ঠা পাচ্ছে]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *