মায়াকে প্রেম বলো না – অভিষেক বব চক্রবর্ত্তী

মায়াকে প্রেম বলো না

— অভিষেক বব চক্রবর্ত্তী

মায়া অনির্বচনীয়অর্থাৎ মিথ্যাই

আসঙ্গলিপ্সু মিথ্যা,

আকণ্ঠ কামনার জলে ডুবে থেকে মিথ্যাচারণ

যদিও, মায়ামুগ্ধের কাছে তা বাস্তব

কিশোরের প্রেমে উন্মত্ত যে যুবক,

সে কি বোঝে,সব মায়া?

ব্যবহারসম্পাদকএই তো তোমার প্রেম

ছলনায় শুধু কিছুদিন হৃদয়হরণ

কিশোরশরীরের আনাচেকানাচে,

ভ্রূভঙ্গলীলায় লীলায়িত ব্যসন

ও বস্তুকিশোর, মায়াকে প্রেম বলো না!!!

ছবিসূত্রঃ boredpanda.com (ফ্রি টু ইউজ অ্যান্ড শেয়ার)

~~ o ~~ o ~~ o ~~ o ~~


<< কালিজা ২০২০ (৩য় বর্ষ) – সূচীপত্র


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *