কালবৈশাখী – ৪র্থ বর্ষ – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – সূচীপত্র
নতুন বছর আনন্দে কাটুক সবার। যখন এই কথাগুলো বলছি, তখন সবে ১৪২৭ বঙ্গাব্দ শুরু হয় হয়। ইংরিজি মতে ১৪ই এপ্রিল, অথবা কোথাও কোথাও দ্রাঘিমাংশের ফেরে হয়তো বা ১৩। বঙ্গাব্দ ১৪২৬ খুব একটা ভালো যায়নি মানবসভ্যতার জন্য। মানুষের নিজস্ব লোভ, হিংসা, ধর্মান্ধতা ইত্যাদি ভাইরাস তো ছিলোই, এখন তার সাথে যুক্ত মহামারী কোভিড-১৯। দেশে দেশে নিজেদের ঘরে আটকা পড়া মানুষেরা, কারও হয়তো দৈনিক রোজগার বন্ধ হয়ে অনাহারে দিন কাটানোটাই রোজনামচা, কেউ বা তার ভীষণ অপছন্দের পরিবার/পরিজনদের সাথে গৃহবন্দী। অবস্থাটা ভারত আর বাংলাদেশের লিঙ্গ-যৌন-প্রান্তিক মানুষদের জন্যেও খুব একটা আলাদা নয়। সেই সমকামী মেয়েটিকে হয়তো তার দাদা নিজেই ধর্ষন করেছে, তারা হয়তো এখন একই সাথে, একই ছাদের তলায়। যেই ছেলেটি হালকা মেয়েলী বলে তার দিদিমা তাকে উঠতে বসতে খোঁটা দেয়, তাকেও মুখ বুজে সহ্য করতে হচ্ছে সবটাই। যারা যৌনকর্মী অথবা ট্রেনে বা ট্যাক্সির সামনে হাত পেতে টাকা রোজগার করেন, তৃতীয় লিঙ্গের হোক অথবা নয়, তাদের ভাঁড়ারেও টান। কিছু খবর আসে কানে, কিছু ফেসবুকের ইনবক্সে, আর কিছুটা হয়তো আমার কল্পনায়। তবে কল্পনার জমিটাও তো বাস্তবের মাটিতেই দাঁড়িয়ে। আশা রাখি, একসাথে বিজ্ঞান, মানবিকতা আর চিকিৎসাশাস্ত্রের হাত ধরে আমরা এই কঠিন সময়টুকু পেড়িয়ে যাবো সুস্থতার সাথে। এই ভারী সময়ে মন একটু হালকা করতে শুরু করছি এবারের কালবৈশাখী। এবারের পয়লা বৈশাখ, আহা! আহা! তা কেন, প্রত্যেকবারের পয়লা বৈশাখের দিনে বাংলাভাষাভাষী সমস্ত লিঙ্গ-যৌণ-প্রান্তিক অথবা এলজীবীটি+ বন্ধুদের জন্য অনলাইন চলচ্চিত্র উৎসব। করোনা থাক বা নাই থাক, বাড়িতে বা বাইরে, যেকোন জায়গা থেকে দর্শক হয়ে যাও, আর উপভোগ করো আমাদের খুঁজে আনা বেশ কিছু ছবি। অন্যান্যবারের মতো এবারেও আমরা বিশেষ লক্ষ্য রেখেছি যাতে ইংরেজি না জানলেও এই উৎসবে অংশগ্রহণ করতে কোন বন্ধুরই খুব একটা অসুবিধে না হয়। তাহলে শুরু করা যাক বন্ধুরা, এবারের কালবৈশাখী। এই সূচীপত্র প্রকাশের পর এক এক করে আমরা সিনেমাগুলির লিঙ্ক প্রকাশ করবো আমাদের ওয়েবসাইট, ফেসবুক আর ট্যুইটারে। সঙ্গে থেকো , সুস্থ থেকো, বছর কাটুক সাবধানে। শুভ নববর্ষ।
সূচীপত্র
বিভাগঃ তথ্যচিত্র
(দৈর্ঘ্যঃ ২৬ মিনিট ১৩ সেকেন্ড / ভাষাঃ বাংলা / পরিচালকঃ দেবলীনা দত্ত এবং ঐশীক সরকার)
————————— বিরতি —————————
বিভাগঃ শর্টফিল্ম
(দৈর্ঘ্যঃ ১৫ মিনিট ২৫ সেকেন্ড / ভাষাঃ নিরপেক্ষ / পরিচালকঃ ফরাজ আরিফ আনসারি)
(দৈর্ঘ্যঃ ৬ মিনিট ২১ সেকেন্ড / ভাষাঃ বাংলা / পরিচালকঃ দেব বড়ুয়া)
(দৈর্ঘ্যঃ ১১ মিনিট ৪৮ সেকেন্ড / ভাষাঃ বাংলা / পরিচালকঃ সুমন সরকার)
(দৈর্ঘ্যঃ ৩ মিনিট ২২ সেকেন্ড / ভাষাঃ বাংলা / পরিচালকঃ সুরজিত গোস্বামী)
(দৈর্ঘ্যঃ ৪ মিনিট ৪২ সেকেন্ড / ভাষাঃ নিরপেক্ষ / পরিচালকঃ কাইল রিয়াউম)
(দৈর্ঘ্যঃ ৯ মিনিট ৫৪ সেকেন্ড / ভাষাঃ বাংলা / পরিচালকঃ সৈকত দাস)
————————— বিরতি —————————
বিভাগঃ অ্যানিমেশন
(দৈর্ঘ্যঃ ১ মিনিট ৯ সেকেন্ড / ভাষাঃ নিরপেক্ষ / অ্যানিমেশনঃ নিলস জোহান লুন্ড)
(দৈর্ঘ্যঃ ২ মিনিট ৪ সেকেন্ড / ভাষাঃ নিরপেক্ষ / অ্যানিমেশনঃ কেল বার্ন্স)
(দৈর্ঘ্যঃ ১ মিনিট ৩৪ সেকেন্ড / ভাষাঃ নিরপেক্ষ / অ্যানিমেশনঃ নাম জানা নেই)
(দৈর্ঘ্যঃ ২ মিনিট ২৭ সেকেন্ডচ/ ভাষাঃ নিরপেক্ষ / অ্যানিমেশনঃ অ্যালেক্সেন্দ্রা তাগালি)
<< কালবৈশাখী – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – ৩য় বর্ষ – সূচীপত্র
কালবৈশাখী – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – ৫ম বর্ষ – সূচীপত্র >>
— শেষ (আসছে বছর আবার হবে) —
সমগ্র ভাবনায় ও পরিচালনায়ঃ কাঁচালঙ্কা
Hello, you wrote under a video from us on YouTube that you will include it into a film festival of yours. Please get in contact about that with us. Thank you.