কালবৈশাখী ১৪২৮ – ৫ম বর্ষ – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – সূচীপত্র

কালবৈশাখী – ৫ম বর্ষ – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – সূচীপত্র

বন্ধুরা, খুব অগোছালোভাবেই শুরু করছি এবছরের কালবৈশাখী, আমাদের অনলাইন চলচ্চিত্র উৎসব। এই উৎসবে প্রত্যেকবারের মতো এবারেও আমরা বেঁছে নিয়ে আসবো কয়েকটি ছবি, যা অনলাইনে দেখা যাবে কোন টিকিট ছাড়াই। এবারে আমরা পড়লাম ৫ বছরে এই উৎসবের। কাঁচালঙ্কার অনলাইনে চলচ্চিত্র উৎসবের ভাবনা, এখন অনেকটা সাধারণ কোভিড পরিস্থতিতে, কিন্তু একটা সময়ে এমনটা ছিলোনা। যারা শহরে বসবাস করেননা, যারা এখনো নিজেদের যৌন অথবা লিঙ্গ পছন্দকে গোপনে রেখে জীবন কাটান, বাকিদের মতো তারা চট করে অংশ নিতে পারতেননা কোন চলচ্চিত্র উৎসবে। সেই চিরাচরিত রীতি ভেঙ্গে আমরা পৌঁছে গেছিলাম আপনাদের চোখের সামনে, আজ থেকে পাঁচ বছর আগে। তখন ওয়েবসাইট ছিলোনা, ছিলো শুধু আমাদের ফেসবুকের একটি পেজ। প্রচার নেই, সম্বলও নেই, অনেক টাকা খরচা করে এলাহি উৎসবের আয়োজনের। তবু এই ছাপোষা উদ্যোগ চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের সেই ইচ্ছে এবং তাগিদকেই সম্বল করে। এবছর বাংলাদেশ নিজেদের স্বাধীনতার ৫০ বছরে পা দিলো, জানিনা দেশের ভিন্নধর্মী যৌনতা এবং লিঙ্গচেতনাসম্পন্ন এলজিবিটি+ মানুষেরা কবে পাবেন তাদের সত্যিকারের স্বাধীনতার আস্বাদ। ভারতেও বর্তমান সর্বগ্রাসী রাজনৈতিক শক্তির উত্থান ভাবিয়ে তুলেছে লিঙ্গযৌনসংখ্যালঘুসহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে। এ’বছরে আমরা এই উৎসবের মাধ্যমে পয়লা বৈশাখ পালন করছি দুদিন ধরে, ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের নিজস্ব মান্যতাকে সম্মান জানিয়ে। আপাতত এক এক করে ছবিগুলির লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো আর তা শেয়ার করবো আমাদের ফেসবুক আর ট্যুইটারে। আর বেশী কথা না বাড়িয়ে শুরু করছি এবারের কালবৈশাখী। ১৪২৮-এর অনেক অনেক অভিনন্দন। মিষ্টি রইলো।

সূচীপত্র

ছবিঃ অগ্নিঝরা দিনের না বলা কথা
পরিচালকঃ শরিফুল ইসলাম পলাশ
ভাষাঃ বাংলা
দৈর্ঘ্যঃ ৭ মিনিট ৩৫ সেকেন্ড

অণুনাটকঃ শিখণ্ডী
পরিচালকঃ গুরুপদ মিত্র (সংলাপ কোলকাতা)
ভাষাঃ বাংলা
দৈর্ঘ্যঃ ৬ মিনিট ২৪ সেকেন্ড

ছবিঃ হাবাব
পরিচালকঃ সিধু
ভাষাঃ বাংলা
দৈর্ঘ্যঃ ২৬ মিনিট ২৭ সেকেন্ড

ছবিঃ ওয়াইট
পরিচালকঃ গার্গী মুখার্জি
ভাষাঃ নিরপেক্ষ
দৈর্ঘ্যঃ ১০ মিনিট ৫০ সেকেন্ড

ছবিঃ আদার্স
পরিচালকঃ কুমার নিশান্ত
ভাষাঃ নিরপেক্ষ
দৈর্ঘ্যঃ ৫ মিনিট ৪০ সেকেন্ড

ছবিঃ আদত
পরিচালকঃ ইকরান রাশিদ
ভাষাঃ হিন্দি/উর্দু
দৈর্ঘ্যঃ ১৩ মিনিট ৪ সেকেন্ড

ছবিঃ সাইন
পরিচালকঃ এন্ড্র্যু কিনান-বলজার
ভাষাঃ নিরপেক্ষ
দৈর্ঘ্যঃ ১৫ মিনিট ১ সেকেন্ড

ছবিঃ ক্যুইন্স
পরিচালকঃ ডেভিড অটকিন্স
ভাষাঃ হিন্দি
দৈর্ঘ্যঃ ১ ঘণ্টা ৫২ মিনিট ৩২ সেকেন্ড

<< কালবৈশাখী – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – ৪র্থ বর্ষ – সূচীপত্র

কালবৈশাখী – অনলাইন ক্যুয়ের চলচ্চিত্র উৎসব – ৬ষ্ঠ বর্ষ – সূচীপত্র >>

— শেষ (আসছে বছর আবার হবে) —

সমগ্র ভাবনায় ও পরিচালনায়ঃ কাঁচালঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *