যৌনতায় যখন পরিচয়/৪

যৌনতায় যখন পরিচয়/৪

— অবকাশে সঞ্জয়

এক মজার অভিজ্ঞতা বলি। তখন লিটল ম্যাগাজিন মেলা নন্দনে হত। আমাদের পত্রিকা নিয়ে আমিও থাকতাম ওই মেলায়। যথারীতি বেশকিছু ট্রান্সজেন্ডার বন্ধু মেলায় আসতো। আড্ডাও হত। তা একদিন  আড্ডাশেষে আমি ফিরে এসেছি। হঠাৎ, আমার পাশের স্টলে থাকা এক বিশিষ্ট কবি ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলেন, ও মশাই আপনিও কি ওদের মতো? আমি মুখ ফুসকে বলে ফেলেছি, হ্যাঁ। ব্যাস, আর যাই কোথা। উনি বলে উঠলেন, তাই বলুন, আমারও তাই মনে হয়েছিল। ওদের কথা এরম প্রতিমাসে ম্যাগাজিন করে সাধারণ কোন সম্পাদক কেন লিখতে যাবে। তবে মশাই আপনাকে দেখে কিন্তু একদম বোঝা যায় না। স্যরি, আপনাকে তো আর মশাই বলা যাবে না। কি বলি বলুন তো…।

একদম মুখের কথা কেড়ে নিয়েছেন। সত্যি আমাদের নিয়ে বিশিষ্ট গবেষকরা রিসার্চ করবেন। বিশিষ্ট সাহিত্যিকরা এক আধটা উপন্যাস লিখবেন। নিউজ রিপোর্টাররা মাঝে মধ্যে স্বাদবদলের জন্য মুখরোচক ব্যতিক্রমী ঘটনা দেখিয়ে নিউজ লিখবেন। এককথায় আমরা আপনাদের কাছে একটা সাবজেক্ট। মানুষ নয়। তাই আমাদের দৈনন্দিন দাবিদাওয়ার কথা আপনারা বলবেন কেন? সেটা আমাদেরই বলতে হবে। তাই না?  আর সম্বোধন না করে ভাববাচ্যে কথা বলবেন। অবশ্য ভাব-টা যদি থাকে। আড়ি হয়ে গেলে তো কথায় নেই।

পরদিন থেকে সেই কবির সাথে আর কথা হয় নি।

 

[ছবিঃ অরূপ দাস]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *