বিশ্বজনীন উপভাষা – রাজীব চক্রবর্তী

বিশ্বজনীন উপভাষা

— রাজীব চক্রবর্তী

আমাদের সব অনুভূতি ব্রাত্য উপভাষা,
যত বেশী আবেগপূর্ণ তত হাস্যকর।
অর্থনীতি, রাজনীতি বা ভূগোল অনুকুল বলে
প্রমিত ভাষা দৃশ্যমান, তাই প্রজননক্ষম দেখে।
মন ভিজানো বজ্রকন্ঠে শারদ নভে রামধনু –
বিভক্তি আর ক্রিয়াপদে, উচ্চারণ আর টানে
নিজস্ব রূপ ঢাকার চেষ্টা অসাবধানে ভোলে –
কিছুক্ষণের খোলা মন মুখ শ্রাবনমেঘে ঢাকে।
লুব্ধ চোখে রূপ শুষে নিই বাষ্পীভূত করে
মস্তিষ্কটার কোষে যাতে ধরে অনেক বেশী;
নিজের হাতে নিজেই বাঁধি অদৃশ্য হাতকড়া –
ভিন্ন হওয়ার অধিকার নেই যদি ধরা পড়।
সাম্প্রদায়িক দাঙ্গায় সাজি বিজাতীয় বিধর্মী –
গোপন অঙ্গ, গোপন হৃদয়, গোপন ভাষা লুকাই।

ছবিসূত্রঃ pxhere.com (ফ্রি টু ইউজ অ্যান্ড শেয়ার)

~~ o ~~ o ~~ o ~~ o ~~


<< কালিজা ২০২০ (৩য় বর্ষ) – সূচীপত্র


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *