তাসের স্বপ্ন (শর্টফিল্ম)

স্টার জলসা / জি বাংলা, সবাই লকডাউনে ইনডোর শুটিং করে কতো রকম প্রোগ্রামই না বানাচ্ছে। ঢঅঅঅঅঅং!! তাহলে আমাদের বন্ধুরাও বা বানাবেনা কেন? অতো কোটি কোটি টাকা নাই বা থাকলো, সংকল্পটুকু তো আছেই। আর আমরা তো আর ব্যবসা করতে নাবিনি, নেবেছি নিজেদের গল্প, নিজেদের চারপাশের সুখ-দুঃখ, ভালোবাসা-বঞ্চনা, সাহস-ভয় এসবের কথা পৌঁছে দিতে বন্ধুদের কাছে। বন্ধু দেব বড়ুয়া অনেকদিন আগেই এই ইনডোর শর্টফিল্মটা পাঠিয়েছিলো, আমাদেরই পোস্ট করা হয়নি। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। ঘরের মধ্যে আটকে থেকেও লড়াইটাকে নিজের মতো করে চালিইয়ে নিয়ে যাওয়াটাই আসল। থাকনা খানিক এলোমেলো, অথবা নাই বা থাকুক সে সব ঝাঁ চকচকে ক্যামেরা, মেকআপ, লাইট। গল্প আছে, আছে আমাদের ব্যথা বেদনা, আছে রূপান্তরকামী ভাইবোনেদের সত্যিকারের লড়াইয়ের ছটা। খুব ভালো লাগলো এই স্নিগ্ধ প্রয়াস, এভাবেই পাশে থেকো বন্ধু।

ছবিঃ তাসের স্বপ্ন / পরিচালকঃ দেব বড়ুয়া / ভাষাঃ বাংলা / দৈর্ঘ্যঃ ৬ মিনিট ৫৮ সেকেন্ড

~~~*~~*~~*~~~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *