কুঞ্জবিলাসী

কুঞ্জবিলাসী

–প্রিয়াঙ্কা চৌধুরী (ইচ্ছে)

শ্রুতিপথে হিল্লোলিত কর্নভূষণ সুপ্তি কেড়ে নেয়ে কর্মহীন অন্তঃপূরকের;
যমুনার ঘাটে বনমালী দাঁড় বায় নৌকো ভিড়োয় জলকল্লোলের বদানত্যায়,
নোনাজলের উৎস হতে আয়ুষ্কাল চুয়ে চুয়ে প্রবেশমান বৈশ্বানরের অভ্যন্তরে;
সহস্রকোটি বিভাবরী পেরিয়ে যখন দেখা হয়ে প্রশ্নবোধক দর্শনে ঘনিয়ে আসে চেনা সর্বনাশ,
উপহাসে প্রকাশিত আসল মুখোশগুলো!!!!
লুকিয়ে থাকে মুখ তোর চকচকে ঋক্ষর আড়ালে;
বিচ্ছেদ কলঙ্কিত হলো এলোপোয়াতির যৌবন লগনে;
কাশফুলের জ্ঞাপনে শরৎ-এর মেঘ ভাসে;
মধুপর্ণের ঔরসে ট্রামের আভরনে বাড়ী ফেরার কোলাহলে আহ্নিকের উপাস্যমন্ত্র পাঠ করে নির্মাতার প্রহরী,,,,,,
কোমল ওষ্ঠের সীমানা তিতিবিরক্ত একাকিত্বে—
বসুসেনার কার্মুকে যৌন স্পৃহা,
নাকের উপর যখন পড়ে সিঁদুরের ছিঁটে ধ্রুবতাঁরা পথ হারায় সামাজিক মনস্তত্বে;
বিরোধিতায় বর্ণময় উরহের আচ্ছাদন !! পিরিতি ভেবে রূপান্তরকামী ভুল করে,
তুই কেমন করে হাত নাড়িয়ে কথা বলিস!!??
কীভাবে কোমর নাচিয়ে চলিস!!! এই ছক্কা কই যাচ্ছিস!!!!??????? মওগা এই মগা প্যান্ট খুললে
বুঝবি!!!;
রাস্তায় আবার কিছু বাচ্চা তাদের বাবা মা’কে জিজ্ঞেস করে ‘ওতা ছেলে না মেয়ে’;
অবিবেচকের মতো মা বাবা বলে ওঠে ‘আহাঃ চুপ করো’,,,,,,,,
আক্রান্ত হলাহল দু’বাহু দিয়ে প্রতিরোধ করে;
মুখে আক্রোশ নিয়ে রক্ত আঁখিতে কান্না ঢাকে,
শার্সি ওঠানো গাড়িগুলোর শার্সি বিরক্ত ও ঘৃণা দিয়েই ওঠানো থাকে;
বিভীষিকাময় ত্রিযামাসমূহ গাইতে থাকে মনভোলানো গান,
গৃহীত গৃহবন্দী জানালাগুলো স্বাধীনতার স্বপ্ন বোনে;

“””মনে চায় প্রাণে চায়,
মনে চায় প্রাণে চায়,
দিলে চায় যারে;
তোমরা কুঞ্জ সাজাওগো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে,,”””

রূপান্তরকামীর সারমর্মে দয়া,ভিক্ষা,অবজ্ঞা ইত্যাদির অদ্বিতীয় এক মিশ্রণ;
বহিষ্কৃত বারোভাতারি ভালোবাসা অনেকদিন আগেই ঘর বেঁধে অন্য কারোর,
আশিক নয় তাই খদ্দের খোঁজে——-
নেত্রবারি সম্মানিত ঠান্ডাঘরের অল্প আলোয়;

“””তোমরা কুঞ্জ সাজাওগো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে,,”””

~~*~~*~~

ছবিঃ অভিষেক (বব) চক্রবর্ত্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *