রঙ-বিভ্রাট

দ্ভুতগড়ের রাজকুমারী বিচিত্রকুমারী। রাজকুমারী বস্ত্র নির্বাচনে অনান্য রাজকুমারীদের মতোই খুব শৌখিন। কিন্তু রাজদর্জি পড়েছেন মহা ফাঁপরে। যে বস্ত্রই তিনি পাঠাচ্ছেন বিচিত্রকুমারীর আর পছন্দ হয়না। তাই রাজদর্জি নিজে রাজকুমারীর সাথে কথা বলতে গেলেন, যে উনি ঠিক কি রঙের কি ধরনের বস্ত্র চাইছেন। রাজকুমারীর কক্ষে তার সহচরীরা রাজদর্জিকে নিয়ে প্রবেশ করলেন। কুমারী উদাসীন হয়ে বসে রয়েছেন জানলার পাশে।

সখীরা বললো – রাজকুমারী, রাজদর্জি এসেছেন, আপনার মনের মতো বস্ত্র তৈরীর জন্য আপনার সাথে কথা বলতে।
রাজকুমারী – আসুন, আসুন রাজদর্জি ।
রাজদর্জি – প্রণাম রাজকুমারী। আপনি নিজেই বলুন আপনি ঠিক কি ধরনের বস্ত্র চাইছেন। আমার তৈরী বস্ত্রে ঠিক কি ত্রুটি আছে যা রাজকুমারীর মনের মতো হতে বাধা দিচ্ছে।
রাজকুমারী – না রাজদর্জি, আপনার তৈরি বস্ত্রে কোনো ত্রুটি নেই। সমস্যা হচ্ছে রঙে।
রাজদর্জি – রঙ!!? কেনো? রাজ্যের শ্রেষ্ঠ তন্তুবায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফুল থেকে রাজকুমারীর বস্ত্রের জন্য সুতো তৈরী করে।
রাজকুমারী – ওটাই তো! পৃথিবীতে আজ পর্যন্ত যত ধরনের রঙ আছে সমস্ত রঙের বস্ত্র আমি পরে নিয়েছি। আমার চাই নতুন কোনো রঙ। যা পৃথিবীতে এর আগে কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন পড়েনি।
রাজদর্জি – নতুন রঙ্!!!
রাজকুমারী- হ্যাঁ। নতুন রঙ্। নতুন রঙের বস্ত্র তৈরী করতে পারলে তবেই আমি নতুন বস্ত্র গায়ে তুলবো। — এই বলে রাজকুমারী আবার জানলার বাইরে তাকিয়ে আনমনা হয়ে পরলো।

রাজদর্জি মাথা চুলকাতে চুলকাতে ফিরে এলেন নিজ গৃহে।
রাজদর্জি (মনে মনে) – নতুন রঙ এখন কোথায় পাওয়া যাবে!?
অনেক ভেবে রাজদর্জি গেলেন রাজগুরুর কাছে পরামর্শ চাইতে, কারণ রাজ্যের সমস্ত সমস্যার সমাধান একমাত্র উনিই করতে পারেন।

সমস্ত শুনে রাজগুরু বললেন – হমমম্ , সব বুঝলাম । নতুন রঙ। রঙ তো আর মানুষের সৃষ্টি নয় , দেবী সরস্বতী কলার দেবী, উনিই সৃষ্টির আদিতে সমস্ত রঙের সৃষ্টি করেছিলেন। প্রথম রঙ তৈরী হয়েছিল সাদা, সেখান থেকে হলুদ মাটি আর নীল‌ জল, সেখান থেকে সৃষ্টি হয়েছিল সবুজ গাছের, দেবতারা দেখলেন সব সবুজ তখন দেবী সরস্বতী অনান্য সমস্ত রঙ যেমন, লাল, বেগুনী, কমলা, গোলাপী ইত্যাদি তৈরী করলেন ফুলের মাধ্যমে। এই হলো গিয়ে রঙের ইতিহাস, এসব মানুষ তৈরীর অনেক অনেক আগে হয়েছিল। কিন্তু এত যুগ পরে নতুন রঙ চাইলে একমাত্র দেবী সরস্বতীর তপস্যা করতে হবে।
রাজদর্জি – দেবী সরস্বতীর তপস্যা!?
রাজগুরু – হমমমম্ তোমায় আমি সেই পদ্ধতি ও মন্ত্র বলে দেবো। হেঁটমুন্ড হয়ে দেবীর মন্ত্র জপ করতে হবে যতক্ষণ না তিনি দর্শন দেন।
রাজদর্জি (ঢোঁক গিলে) – আজ্ঞে , নিজের চাকরি বাঁচাতে তাইই করতে হবে।


রাজগুরুর নির্দেশ ও আশীর্বাদ নিয়ে রাজদর্জি শুরু করলেন দেবী সরস্বতীর তপস্যা।
আড়াইদিন মন্ত্র জপ করে রাজদর্জি যখন প্রায় মৃতপ্রায়, তখন ঘর আলো করে দেবী বীনাপাণি আবির্ভুত হলেন রাজদর্জির গৃহে রাজহংসের পিঠে চড়ে।

দেবী – থামো থামো। অনেক করেছো। একটু সবে মাত্র রাগ আর রাগীনীদের তর্ক শুনতে বসেছিলাম তখনই এসব তপস্যা-টপস্যা করে বিঘ্ন ঘটালে। যাই হোক অনেক কাল আসিওনি মর্ত্যে।
রাজদর্জি (খানিক থতমত খেয়ে ঢোঁক গিলতে গিলতে) – জয় জয় দেবী চরাচরসারে , তারপর যেনো কি ছিল !??..
দেবী – উফফফফ্ থামোতো ওসব। বলো দেখি কি চাই, তাড়াতাড়ি এসব মিটিয়ে নিয়ে ফিরতে হবে।
রাজদর্জি – আজ্ঞে দেবী, ইয়ে, মানে রঙ।
দেবী – রঙ!?
রাজদর্জি – আজ্ঞে হ্যাঁ, আমাদের রাজ্যের রাজকুমারীর বায়না এমন রঙের পোশাক চাই যা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখেনি, কেউ পরেনি। তাই জন্যই আপনার তপস্যা করছিলাম মা।
দেবী – একি আজগুবি বায়না!!!!? নতুন রঙ ওরকমভাবে হয় নাকি? সৃষ্টির আদিতেই যা যা রঙের দরকার ছিল আলোর দেবতা আদিত্যর সাথে আলোচনা করে আমি তৈরী করে ফেলেছি। আর তো এরকম করে তৈরী হবেনা বাছা! তুমি বরং অন্য বর চাও। ব্রহ্মজ্ঞান-ট্যান লাগলে বলো!
রাজদর্জি – না মা না , আমায় কৃপা , নতুন রঙের পোশাক না‌ নিয়ে যেতে পারলে আমার চাকরি যাবে। মা কৃপা করে কিছু করুন।
দেবী (খুব চিন্তিত হয়ে) – দাঁড়াও, আমায় ভাবতে দাও। রঙ তো আমি একা তৈরী করিনি, রঙের বাহক হলো আলো, তার দেবতা সূর্য, তার সাথে তবে আমায় আলোচনা করতে হবে।

দেবী মনে মনে দেবাদিত্যকে স্মরণ করলেন।
সহস্রচ্ছটাকে সম্বরণ করে ভানুদেব আবির্ভুত হলেন রাজদর্জির গৃহে। তখন প্রায় বিকেল।

সূর্য – দেবী এই অবেলায় আমার ডাক! তাড়াতাড়ি বলুন যা বলার , আমায় সময় ধরে চলতে হয় আপনাদের মতো অসময়ে যেখানে খুশী যাওয়ার জো নেই। দেরি হলেই এক্ষুণি চন্দ্রদেব তার নক্ষত্রদের পাঠাবেন।
দেবী – হ্যাঁ হ্যাঁ, বলছি। আসল কথা হলো আপনার কাছে কোনো রঙ আছে যা পৃথিবীতে নেই।
সূর্য – আপনি কি এই পড়ন্ত বিকেলে মস্করা করতে আমায় ডাকলেন দেবী!??? কি জ্বালা! এখনও কত পথ যেতে হবে, আর এখানে এসব আজগুবি মস্করা।
দেবী – না না, ভানুদেব মস্করা নয়। আমার এই ভক্ত মহাফাঁপরে পরেছে। ওনার রাজ্যের রাজকুমারীর বায়না এমন রঙের পোশাক চাই যে রঙ কেউ কোনোদিন দেখেনি।
সূর্য- আজব তো!! এই এতকাল সব মানুষ, দেবতা, যক্ষ-রক্ষ-গন্ধর্ব-কিন্নর এইসব রঙ দিয়েই সবকিছু করলো আর এখন চাই নতুন রঙ!?
দেবী – একটু ভাবুন দেব!!
সূর্য – না না নতুন কোনো রঙ বানানো আমার মনে হয়না সম্ভব, এককাজ করা যেতে পারে, আজ পর্যন্ত যা যা রঙ আছে তারমধ্যে থেকে আপনি শ্রেষ্ঠ রঙগুলিকে বেছে তাদেরকে মিলিয়ে-গুছিয়ে-সাজিয়ে কিছু বানিয়ে দিন। এইরে!! কত দেরী করিয়ে দিলেন দেখুন। আপনাদের এই রঙবিভ্রাট আপনারা বুঝুন আমি চললাম।
দেবী – আরে আরে শুনুন, উফফফ এই লোকটাকে কেউ আটকাতে পারলে হয় ! সর্বক্ষণ সময় নিয়ে মাতামাতি। যাক শোনো বাছা, আমি এখন যাই , ভেবে আগামী শুক্লাপঞ্চমীতে জানাবো তোমায় কি ব্যবস্থা হলো। আর এইসব হেঁটমুন্ডু হতে যেওনা বাপু, এসব করার জন্য তোমাদের বানাইনি আমরা। এখন আসি, আমার আশিষ নিও।

দেবী হাঁসে চড়ে আবার প্রস্থান করলেন।
রাজদর্জি অপেক্ষায় বসলেন শুক্লাপঞ্চমীর।


স্বর্গে গিয়েই দেবী ডাক দিলেন সপ্তসুরকে।
সপ্তসুর – দেবী বীনাপাণির জয় হোক।
দেবী – এসো এসো , শোনো আমায় একটা সাহায্য করতে হবে তোমাদের।
সা – দেবীর ইচ্ছাই আমাদের কর্ম। বলুন দেবী কি উপকারে লাগতে পারি।
দেবী – শোনো তোমরা শুধু স্বর্গ নও, মর্ত্য আর পাতালেও তোমাদের যাতায়াত, এই ত্রিভুবন থেকে খুঁজে খুঁজে শ্রেষ্ঠ রঙ খুঁজে আনতে হবে। প্রত্যেকে একটি করে রঙ আনবে, কারোর রঙের সাথে যেনো কারো রঙ না মেলে।
গা – যথা আজ্ঞা দেবী, আদেশ শিরোধার্য। অষ্টপ্রহর সময় দিন দেবী আমাদের।
দেবী – আচ্ছা, তাই হোক , এখন এসো, এখনই লেগে পরো।


(অষ্টপ্রহর পরে)
সপ্তসুর – দেবী বীনাপাণির জয় হোক।
দেবী – হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে , কিছু জোগাড় হলো কি?
সপ্তসুর – আজ্ঞে হ্যাঁ দেবী আমরা প্রত্যেকে একটি করে রঙ এনেছি।
সা – পৃথিবীর পশ্চিমভাগ থেকে অর্কিড নামের ফুল থেকে এনেছি বেগুনী রঙ।
রে – রত্নাকরের গর্ভ থেকে এনেছি নীল রঙ।
গা – আকাশ থেকে এনেছি আকাশী রঙ।
মা – স্বর্গের নন্দনকানন থেকে এনেছি সবুজ রঙ।
পা – ভগবান শ্রীকৃষ্ণের পরিত্যক্ত বস্ত্র থেকে পেয়েছি হলুদ রঙ।
ধা – স্বর্গের ফল এনেছি কমলা রঙ।
নি – পাতাল লোকের প্রবাল থেকে পেয়েছি লাল রঙ ।
দেবী – বাহ্ বাহ্, অপূর্ব। এইসব রঙকে এবার একসঙ্গে জুড়ে দাও । আমি যাই আমার ভক্তকে জানাতে।


(শ্রীপঞ্চমী)
দেবী আবার এলেন রাজদর্জির গৃহে।
রাজদর্জি চোখ বুজে মন্ত্র জপ করে চলেছেন।
দেবী – ওঠো ওঠো নাও হয়েছে,
রাজদর্জি – দেবী আপনি এসেছেন আমি তো ভাবলাম রাজা আমায় রাজ্য ছাড়া করে দেবে এবার।
দেবী – তুমি ওসবই ভাববে, দেবদেবীদের ডাকা ছাড়া কোনো কাজ নেই,
যাইহোক – তোমার সমস্যার সমাধান হয়েছে, সামনে বর্ষাকাল আগত। বর্ষার প্রথমদিনে প্রথম বৃষ্টির পর যখন সূর্যদেব মেঘদের সরিয়ে আবির্ভূত হবেন তখনই আমি আমার তৈরী রঙ আমার শুভ্র বস্ত্রে রঞ্জিত করে সূর্যদেবের রথে বেঁধে দেবো। রথ ছুটতেই কাপড় আকাশে উড়বে। তখনই সহস্রস্বর্ণবলয়যুক্ত শৃঙ্খল দ্বারা ওই কাপড় পুষ্পকরথে চড়ে বেঁধে ফেলতে হবে। এইভাবেই আমি স্বর্গ থেকে নতুন রঙের বস্ত্র মর্ত্যে পাঠাবো।

দর্জি দেবীর সমস্ত নির্দেশ হাঁ করে শুনতে শুনতে মাথা নেড়ে গেল।
দেবী হাওয়ায় মিলিয়ে গেলেন।
রাজদর্জি, রাজগুরু, রাজকুমারী, সখিরা, রাজা-রানী, রাজ্যবাসী – সবাই অপেক্ষা করতে লাগলো বর্ষার প্রথমদিনের জন্য।
গ্রীষ্ম শেষ হয় প্রায়…


অবশেষে, বর্ষার প্রথমদিন এলো, রাজ্যবাসী জড়ো হলো খোলা ময়দানে, রাজা-রানী-রাজকুমারী-সখীরা আর রাজদর্জি হাতে দূরদর্শীনল নিয়ে জড়ো হলো রাজপুরীর বারান্দায়।
বৃষ্টি পড়ছে সকাল হতেই, থামার নাম নেই।
বেলা গড়িয়ে দুপুর হলো।
রানী বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন।
মন্ত্রী পরিষদের মধ্যে গুঞ্জন উঠলো, রাজদর্জি নিশ্চয়ই মিথ্যা কথা বানিয়ে বলেছে নিজের চাকরি বাঁচানোর জন্য।
বিকেলের আর কিছু মুহূর্ত বাকি, হঠাৎ বৃষ্টি থামলো, মেঘেরা সরতে লাগলো। রাজদর্জির নির্দেশের জন্য রথচালক আর রাজসৈন্যরা অপেক্ষা করছে।
সমস্ত মেঘ সরে গেল সঙ্গে সঙ্গে সূর্যদেবের ছটা বেরিয়ে এলো ।
রাজদর্জির নির্দেশে সঙ্গে সঙ্গে পুষ্পকরথ উড়তে লাগলো সূর্যদেবের রথের দিকে।
সূর্যদেবের রথ যেই দেখা গেল সঙ্গে সঙ্গেই পিছনে দেখা গেল স্বয়ং দেবী সরস্বতীর হাতে রঞ্জিত সপ্তরঙা বস্ত্র। রাজবাদকরা বাজালো কারা-নাকারা, রাজবধূরা বাজালেন শঙ্খ।

সূর্যদেব কিন্তু দাঁড়াবেন না।
পুষ্পক ছুটছে সূর্যরথের পিছনে কিন্তু কিছুতেই ধরতে পারেনা সাতরঙা কাপড়। এদিকে মেঘেরা আবার ফিরে আসছে।
রাজা-রানী-রাজকুমারী- সখীরা আর রাজদর্জি সবাই রুদ্ধশ্বাসে উর্দ্ধে তাকিয়ে,
সবে বৃষ্টি নামবে ঠিক তার আগেই সৈন্যরা তাক করে ছুঁড়লো সহস্রস্বর্ণবলয়যুক্ত শৃঙ্খল।
পেঁচিয়ে আটকে গেলো সপ্তরঙা বস্ত্র। পুষ্পকরথ নেমে এলো, সাথে সাথে এলো সাতরঙা কাপড়।
রাজা-রানী-রাজকুমারী-সখীরা আর রাজদর্জি, সবাই সেই স্বর্গীয় রঙ দেখে অবাক চোখে তাকিয়ে রইলো।
এরমধ্যেই রাজকুমারী প্রশ্ন করলো, রঙ তো দারুন কিন্তু এই রঙের নাম কি?
রাজদর্জি বললেন, দেবী সরস্বতী তো কোনো নাম বলেননি। তাহলে!??
রাজা রাজগুরুকে প্রার্থনা করলেন এই অভুতপূর্ব রঙের নামকরণের জন্য।
রাজগুরু বললেন, সাতরঙা কাপড় যখন সূর্যরথের পিছনে উড়ছিল তখন গগনে তার আকৃতি হয়েছিল শ্রীরামের ধনুকের মতো তাই রঙের নাম হবে রামধনু।
রাজকুমারীর মতো যারা বিচিত্র, সকলের চেয়ে আলাদা, যারা কোনো পুরোনো পন্থাকে অনুসরণ করেনা, যারা নিজেদের ইচ্ছাপূরণের জন্য দেবতাদের ও নতুন কিছু সৃষ্টি করতে বাধ্য করবে তাদেরই প্রতিক হবে এই রামধনু রঙ।

ছবিঃ Unsplash স্বত্বের অনুরূপে বিনামূল্যে ব্যবহারযোগ্য

Photo by Sharon McCutcheon on Unsplash

~~~~~ ** ~~~ *** ~~~ ** ~~~~~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *