দু’পাটি কবিতা

দু’পাটি কবিতা

– অভিষেক বব চক্রবর্ত্তী

চিরসখা

জাপানি তেলের শিশি ও ক্ষণআহ্লাদী পুরুষ-
কাত হয়ে শুয়ে আছে এলানো পুরুষের পাশে…
ভদকার অর্ধেক গ্লাস অপেক্ষা করছে জানালার গোবরাটে…
ঘন অন্ধকার তার পাশে…
জানালার কাঁচে উল্টো ছায়া পড়েছে ঘড়িটার…
সেকেণ্ড মিনিটের কাঁটা যাচ্ছে উল্টোদিকে…
ঘন নীল রঙা ঘড়ি…
কে যেন বলেছিল, পুরুষের রঙ গাঢ় নীল, মেয়েদের গোলাপী…
জানালার ফ্রেমে যেন আটকে আছে অসহায় অন্ধকার…
আর আরও ঘন পর্দার পিছনে,
মনোকষ্ট দাঁড়িয়ে রয়েছে একা…
প্রথমেই যে বেরবে…
তার কাঁধে চেপে কিছুদূর যাবে…
না কি বহুদূর?
মনোকষ্ট মিথুনের চিরসখা,জানি…

sketch (1)

 

মোমবাতি, ধূপ আর আমি

এক মোমবাতি একদিন বলেছিল,
প্রকৃতপক্ষে সে চেয়েছিল ধূপ হতে…
জ্বলতে জ্বলতে সুগন্ধী ছড়িয়ে যেত এই বিসমকামীসমাজে…
একটা ধূপের সাথে কথোপকথনকালে
সে- কথা তুলতেই সে জানালো,
তার ইচ্ছে ছিল দীপশিখা হওয়ার…
অন্ধকারে আলো দেবে…
হয়তো বা পতঙ্গরা এসে ঝাঁপাবে… জ্বলবে…পুড়বে… পোড়াবে… জ্বালাবে…
তবে এরা দুজনেই স্বীকার করেছে
আমার কাছেই এদের অপূর্ণ ইচ্ছেরা কিছুটা আরাম পায়…
সঙ্গমের সাময়িক মলম করে কি ইচ্ছের ক্ষত-নিরাময়!!
আর আমি?
ব্যক্তিগত জ্বালাপোড়া নিয়ে
আমি বেশ ভালোই আছি…

ছবিঃ ভুটান

কালিজা-২০১৯-২য়-বর্ষ-সূচীপত্র

mobile fb cover

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *