বিজয়া (অণুগল্প)

বিজয়া

— ডিটু বড়াই

বিজয়া দশমী র দিন ৪ মাস পর ছেলেটা ঘর থেকে বেরোবে ঠিক করল |
সুন্দর করে সেজেছে আজ ও |
লাল সিঁদুর রঙা পাঞ্জাবী , সাদা পায়জামা , গলায় হাল্কা বিডস এর একটা মালা , চোখে কাজল |

আজকাল বাড়ি থেকে বেরোতে চায় না ও ,
বেরোলেই লোকজন এত টিটকিরি দেয় …
পুজোতেও বেড়ায়নি , কিন্তু আজ খুব মায়ের মুখ দেখতে ইচ্ছে করছে , তাই ….

সেক্স রিএস্যাইনমেন্ট সার্জারী র সেকেন্ড স্টেজ চলছে ওর | পরের বার হয়ত ও লাল পাড় সাদা শাড়ি , গয়না পড়ে সিঁদুর খেলতে যাবে |
এসব ভাবতে ভাবতেই বাগবাজার সার্বজনীন এর প্যান্ডেলে এসে পড়েছে |
ঠাকুর প্রনাম করে বেড়িয়ে গলি দিয়ে যাওয়ার সময় ,” আরে এ ছক্কা , কোথায় যাচ্ছিস ??? “

” আরে ও বৌদি …
এদিকে শোনো না ” ….

এসব শুনতে শুনতে নিমেষে মুখ চেপে কে ধরল ,
যখন ওর জ্ঞ্যান ফিরেছিল , তখন গঙ্গার ধারের একটা পুরোনো গোডাউন এ পড়ে আর রক্তে ভেসে যাচ্ছে চারপাশ |

আজ ঠাকুর ভাসান এর শেষ দিন , কাল লক্ষী পুজো , কে জানে মা সব কি করে একা করছে ও তো হাসপাতাল এ |
এসব ভাবতে ভাবতে পালিয়ে এসেছিল হাসপাতাল থেকে আবার গঙ্গার ধারে ….

শরীর টা যখন ওর জলে তলিয়ে যাচ্ছে ,
বাতাসে ঢাকের আওয়াজ
আর আসছে বছর আবার হবে
বছর বছর আবার হবে ….

সত্যিই বছর বছর ডিপ্রেশন এ কত কিছু হয় …..

–*–*–*–*–

ছবিঃ ভুটান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *